ভেলুয়া ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ইউনিয়নে তেমন উল্লেখযোগ্য খাল ও নদী নেই। ভেলুয়া ইউনিয়নের লক্ষীডাংরী-তিনানী ভেলুয়া হয়ে একটি সরু খাল পূর্বে খড়িয়া কাজির চর ইউনিয়নে বয়ে গেছে। এইখালে নানা প্রকার মাছ পাওয়া যায়। বর্ষাকালীন সময়ে এই খালের পানি বেড়ে যায় ফলে আশপাশের এলাকার ফসলের ক্ষতি হয়। শুকনো মৌসুমে খালটি তার বৈচিত্র হারায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস